এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম

প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম।আপনারা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা রেজাল্ট বের করতে পারছে না কাজের জন্য এই পোস্টটি। এইচএসসি রেজাল্ট কিভাবে চেক করবেন অনলাইনে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আর্টিকেলটিতে। আমাদের দেখানো কয়টি পদ্ধতির মাধ্যমে খুব সহজে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
এইচএসসি রেজাল্ট ২০ ২৪ দেখার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট চেক করেন। যেদিন রেজাল্ট প্রকাশিত হয় সেদিন অফিসিয়াল ওয়েবসাইট সার্ভার জনিত সমস্যার কারণেই রেজাল্ট দেখতে পারেন না। তাই আজকে আমরা কয়টি নিয়ম আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এইচ এস সি রেজাল্ট ২০২৪ খুব সহজেই বের করতে পারেন ।
এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার প্রথম নিয়ম
এইচএসসি রেজাল্ট দেখার জন্য বাংলাদেশের শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই এইচ এস সি রেজাল্ট বের করতে পারবেন । কিভাবে রেজাল্ট বের করবেন নিম্নে আলোচনা করা হলোঃ
- সর্ব প্রথমে আপনাদের http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েব সাইটে লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে।
- ওয়েব সাইটে প্রবেশ করার পর Examination এর কোডে HSC/Alim সিলেক্ট করতে হবে ।
- তারপর Year এর অপশনে পরীক্ষার সাল ২০২৪ সিলেট করতে হবে।
- এরপর নিজ নিজ Board সিলেক্ট করতে হবে ।
- এবার রোল এবং রেজি নম্বর ইংরেজিতে Roll এবং Reg: No ঘরে লিখতে হবে
- সবশেষে সবার নিচে বাম পাশে ক্যাপচা পূরণ করে সাবমিট করে দিতে হবে।
- এভাবে আপনারা খুব সহজেই এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
এইচএসসি রেজাল্ট দেখার দ্বিতীয় নিয়ম
আপনারা যারা এইচএসসি রেজাল্ট দেখার প্রথম নিয়মটির মাধ্যমে রেজাল্ট চেক করতে পারছেন না। তাদের জন্য আর একটি ওয়েবসাইট সম্পর্কে তুলে ধরব। এইচএসসি পরীক্ষার ফলাফল এর দিন বিভিন্ন কারণে প্রথম ওয়েবসাইটটি তে প্রবেশ করতে না পারলে দ্বিতীয় ওয়েবসাইটটিতে প্রবেশ করে ফলাফল দেখতে পারেন।
কিভাবে দ্বিতীয় ওয়েবসাইটটিতে প্রবেশ করে এইচএসসি পরীক্ষার ফলাফল বের করবেন তা নিম্নে আলোচনা করা হলোঃ
- আপনাকে সর্বপ্রথম https://eboardresults.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- এরপর আপনাকে Examination অপশনটিতে HSC/Alim/Equivalent সিলেক্ট করতে হবে।
- তিন নাম্বারে Year এর জায়গায় ২০২৪ সিলেক্ট করতে হবে।
- এবার আপনাকে নিজ নিজ বোর্ড এর নাম সেট হতে হবে
- এরপর Type of Result এর অপসানে Individual সিলেক্ট করতে হবে।
- তারপর ইংরেজিতে নিজের রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
- সবশেষে সঠিকভাবে ক্যাপচা টাইপ করে View Result এ ক্লিক করতে হবে ।
রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট ২০২৪
আপনারা যদি ওপরে দুটি নিয়মে এইচএসসি রেজাল্ট চেক করতে না পারেন তাহলে এসএমএস এর মাধ্যমে খুব দ্রুতেই রোল নাম্বার দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন। এসএমএসের মাধ্যমে কিভাবে রেজাল্ট চেক করবেন তার নিচে দেয়া হল।
SMS রেজাল্ট দেখার নিয়মঃ HSC<স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> year তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
- Barisal BAR
- Comilla COM
- Chittagong CHI
- Dinajpur DIN
- Dhaka DHA
- Rajshahi RAJ
পরিশেষেঃ আজকের আর্টিকেলে এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি । এইচএসসি রেজাল্ট ২০২৪ সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পোস্টটি সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ ।