এস এম এস এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট ২০২৪

এসএমএসের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৪ – আজকে এই আর্টিকেল এ জানতে পারবো কিভাবে এইসএসসি পরীক্ষা রেজাল্ট এসএমএসের মাধ্যমে চেক করব। এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট সাধারণত দুইভাবে চেক করতে পারি এক অনলাইন এর মাধ্যমে এবং এসএমএস এর মাধ্যমে। আপনারা যাতে খুব সহজেই এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারেন সেই নিয়মটি সম্পর্কে আজকে আলোচনা করব।
পরীক্ষার ফলাফল প্রকাশের দিন প্রকাশিত হওয়ার পরপরই সবাই এইচএসসি রেজাল্ট বের করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু যারা অনলাইনে খুজতেছেন কিভাবে এইসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন খুঁজে পারছেন না তাদের জন্য এই পোস্টটি। তাই মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
এস এম এস এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম
আপনারা অনেকেই অনলাইনে এইচএসসি রেজাল্ট চেক করাতে পারছে না তারা এসএমএসের মাধ্যমে কিভাবে রেজাল্ট চেক করবেন আমাদের এই পোষ্টের মাধ্যমে তা জানতে পারবেন। পরীক্ষার ফলাফলের দিন ওয়েবসাইট গুলো খুবই জ্যাম থাকে তাই বিকল্প পদ্ধতি হিসেবে আপনি এসএমএস এর মাধ্যমে এইসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারেন। এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি যে কোন মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে বের করতে পারেন। তার সঠিক নিয়ম দেখার জন্য আমাদের পোস্টটি পড়তে থাকুন।
যেকোনো বোর্ডের রেজাল্ট দেখার জন্য এসএমএসে টাইপ করতে হবেঃ HSC<স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2024 and এই নিয়ম অনুযায়ী টাইপ করার পর 16222 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে
উদাহরনঃ HSC DIN 567576 2024 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
মাদ্রাসা বোর্ডের নিয়মঃ Alim <স্পেস> MAD <স্পেস> Roll <স্পেস> 2024 and এই নিয়ম অনুযায়ী টাইপ করার পর 16222 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে
উদাহরনঃ Alim MAD 454654 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের নিয়মঃ HSC <স্পেস> TEC <স্পেস> Roll <স্পেস> 2023 and এই নিয়ম অনুযায়ী টাইপ করার পর 16222 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে
উদাহরনঃ HSC TEC 436535 2024 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
অনলাইনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪
আমরা জানতে পারলাম এসএমএসের মাধ্যমে কিভাবে এইচএসসি রেজাল্ট বের করতে হবে । এখন আমরা জানবো কিভাবে অনলাইনের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি পরীক্ষার রেজাল্ট খুব সহজেই বের করতে পারেন। ইন্টারনেট সংযোগ থাকলে যেকোনো ডিভাইসের মাধ্যমে ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যমে রেজাল্ট বের করতে পারবেন। আমরা যে (https://eboardresults.com/v2/home) ওয়েবসাইটের লিংক দিয়েছি সেই লিংকে ক্লিক করে সরাসরি হতে পারবেন।
- অফিসিয়াল (https://eboardresults.com/v2/home এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- তারপর আপনাদের Examination এর জায়গায় এ HSC/Alim/Equivalent সিলেক্ট করতে হবে।
- এবার Exam Year এ পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে।
- এরপর Exam Board কোড এ আপনি আপনার নিজস্ব বোর্ড সিলেক্ট করতে হবে।
- তারপর, Result Type এ আপনারা Individual Result সিলেক্ট করুণ কারণ আপনি শুধু ১ জনের ফলাফল বের করবেন।
- এবার, Roll এর কোড এ আপনার রোলটি লিখুন।
- তারপর, Registration এর কোড এ আপনার রেজিস্টার নাম্বারটি লিখুন।
- এখন,একটি ছবিতে প্রদর্শিত চার সংখ্যার একটি ক্যাপচা পাবেন সেটা পূরণ করতে হবে
- তারপর সর্বশেষ, আপনাকে Get Result এ ক্লিক করে রেজাল্ট দেখতে পারেন।
আমাদের শেষকথাঃ
আমাদের এই পোস্টটি মাধ্যমে আপনারা জানতে পেরেছেন hsc পরীক্ষার রেজাল্ট এসএমএসের মাধ্যমে বের করতে পারেন। এছাড়াও আমরা আলোচনা করেছি কিভাবে অনলাইনে মাধ্যমেও ফলাফল বের করতে পারেন। কোন কিছুই বুঝতে না পারলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
- অনলাইন সবার আগে H.S.C রেজাল্ট দেখার নিয়ম 2024
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2024 কবে দিবে
- এইচ এস সি রেজাল্ট কিভাবে পাব নাম্বার সহ মার্কশীট
- ইন্টার পরীক্ষার রেজাল্ট ২০২৪ নাম্বারসহ মার্কশীট
- hsc রেজাল্ট 2024 Published
- উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখব 2024
- এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম